কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডুমুরিযা খুলনা আয়োজিত ও উপজেলা কৃষি পূর্ণবার্সন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ২৮ জানুয়ারী সকাল ১১টায় উপজেলাধীন বরাতিয়ায় ২০২০-২১ অর্থ বছরের রবি মৌসুমে ৫০ একরের ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদের নিমিত্তে কৃষি প্রনোদনা কর্মসূর্চীর আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান বলেন, কৃষি মন্ত্রণালয়ের সুযোগ্য কৃষি মন্ত্রীর নির্দেশনায় যান্ত্রিকীকরনের মাধ্যমে কৃষি উৎপাদন খরচ কমানোর উদ্দেশ্যে এ সমালয় চাষাবাদ কর্মসূচী সারা দেশে বাস্তবায়ন করা হচ্ছে। দেশের প্রতিটি জেলায় ১টি করে ৫০ একর জমিতে একই বয়সের চারা একই দিনে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপনের উদ্যোগ নেয়া হয়েছে।এর ফলে একই সংগে পরিচর্যা সহজ হবে।তিনি বলেন, সিনক্রোনাইজড চাষাবাদের প্রতি গুরুত্বারোপ করে বলেন, এর ফলে ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটের কারনে ফসল নষ্ট হওয়ার হাত থেকে কম্বাইন হারভেস্টরের মাধ্যমে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দির ফলে সময়, শ্রম এবং অর্থ সাশ্রয় হবে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ এ অনুষ্ঠনে সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ শেখ মোঃ শহীদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, ইরি বিজ্ঞানী মনোরঞ্জন মন্ডল, আটুলিয়া ইউপি চেয়ারম্যান প্রতাপ চন্দ্র রায়, উপজেলা মহিলা চেয়ারম্যান শারমিনা পারভীন ও কৃষক আল আমিন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন। অনুষ্ঠানে বক্তরা মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার শ্লোগানকে সামনে রেখে কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে ও মাননীয় কৃষি মন্ত্রীর দিক নির্দেশনায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে কৃষি বিভাগ নানান প্রযুক্তি মাঠে বাস্তবায়ন করে চলছে, সমলয়ে চাষাবাদ তারই একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এর ফলে ফসল উৎপাদন শতকরা ১৫ থেকে ২০ ভাগ বাড়বে বলে আশা প্রকাশ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক কৃষক/কৃষানী উপস্থিত ছিলেন।